রাসু মিয়ার সখ জেগেছে
হবেন বিড়াট নেতা,
ঘরের বেড়া ভাঙ্গাচুরা
দরজায় দেওয়া খেতা।


হঠাৎ করে রাতারাতি
তার স্বভাবে নেতার গতি,
সাদা ধুতি জামাওয়ালা
কিনলো কিছু মাথা,
দালাল বাজি বাটপারিটা
শেখে ফেলে যা'তা।


এমন করে খুব নিমিশেই
চামচা বনে গেছে,
নেতা হতে অনেক
দেরি ঘুরে পিছে পিছে।


কোন বাড়িতে জামাই বেটা
বউরে দেয় না ভাত
এসব খবর নিয়ে বেড়ান
করতে কুপোকাৎ।


কার জমিটায় একটুখানি
ভেজাল খুঁজে পায়,
তার বাড়িতে হামলা
দিবে মালিক নিরুপায়।


চুরি-চামারি জোর দখলের
নতুন ধান্দাবাজি,
নেতার পায়ের ধুলো পেলে-
নিজেই যেন কাজি।


রাসু মিয়া অবশেষে
ঘুরে ফেরে নেতার বেশে,
সমাজ তারে ভয়ে চলে
তাইতো জাতি যাচ্ছে তলে।