দীর্ঘ কাল পেরিয়ে
দীর্ঘ দিন সময় হারিয়ে
তুমি এলে আবার-
হাজার রঙে হাজার আনন্দ
সুখের টানে।
  
তুমি দুষ্ট মিষ্ট ঝাড়ো
তুমি উল্লাসে মাতিয়ে সবারে,
উচ্ছাসিত উদ্ভাবিত কর!


তোমার রঙে ঢঙে
সব রঙ্গিত ঢঙ্গিত,
তুমি বাংলার উৎসব
বাংলা আমার সব!
এক রুপসী কন্যার প্রথমা তুমি
তোমার দেখাতে আবার-
হলাম বাঙালি আমি!


তুমি বাংলার আনাচে কানাচে
বাংলার পথে ঘাটে
সুখের বার্তা ঢালো,
তুমি বাঙালি জাতিরে বিলায়ে দাও
বাংলার আলো।
  
তুমি কে? কে বলো?
তুমি অন্য কেহ নও জানি
তুমি পহেলা বৈশাখ তা মানি,
তোমার আগমনে মুগ্ধ মোরা
নিরবে প্রহর গুনি;
বাংলারে তোমাতে চিনি।



(আজ পহেলা বৈশাখ ১৪৩১ বাঙ্গাব্দ
  সবাইকে নতুন বছরের শুভেচ্ছা,
   আল্লাহ সবাইকে শিরক মুক্ত থাকার
       তাওফিক দান করুক!)