খোলা আকাশ মৃদু বাতাস
বদ্ধ কারাগারও,
আমি যুক্ত কারাগারে
মুক্ত হয়নি আজও।


আমি মুক্ত হইনি আজও
আমি বদ্ধ কারাগারে,
চারিদিক মুখস্র-বিশ্রি
লোকের বিদিক ভারে।


দেশ শান্ত হয়নি আজও
চলে আমানুষের রাজও,
অসত লোকের রাজ্যে
মানুষ হচ্ছে পরিতাজ্য।


খোলা শ্বাস নিঃশ্বাস-
নাই ফেলিবারও,
বলা যায় না কিছু
অসংগতি কারো।


মেধাবীদের অমূল্যায়ন
অসম অর্থটাও,
অযোগ্যদের আস্তানা
সমাজ রাষ্ট্রটাও।


গ্রাম শহর অলি-গলিতে
সন্ত্রাস বাড়ছে আরও,
সভ্যতার আড়ালে হচ্ছে
অসভ্যতাই গাঢ় ।