আমি ছন্দে লিখি ছড়া কবিতা
ঠিকঠাক শুধু তাল আর লয়
মাত্রা মেলাতে পাই না সময়
মনে যা আসে তাহাই হয়।


আমার কবিতা আমার লেখনি
সত্য ছড়ায়ে বিশ্বময়,
আমার হাতে সত্য নিশান
ধুলিস্যাৎ করি মিথ্যাময়!


আঁধারে আমি আলো দান করি
অমানুষরে দেখাই শুদ্ধ জয়,
নিজেকে আমি ভালোবাসি খুব  
পরের তরে বুক আলোকময়।


আমি যা লিখি মানুষের তরে
এ জগত হোক মনুষ্যময়
আমার ছন্দে আমার গন্ধে
অত্যাচারী বিলুপ্তময়।