আমার তনের লোমে শিহরণ জাগিছে-
ঝিঝি পোকা যেনো ডাকে- মাবুদের স্বরণে।
হিয়ার মাঝে জোয়ার উঠেছে- পাগল বনেছি ওগো প্রেমে।
লোমকূপে ঝড় উঠেছে তনুর ঘরায় চেপে।
বারি বর্ষে সময়-অসময়ে, বড় মধুর লাগে !
ওগো প্রাণ - তবু সান্নিধ্যের আশে।
তোমার এত যে মহিমা, উন্মাদ না বনে কি আর থাকা যায়!


বেচেঁ আছি কিন্তু নাই তবু দুনিয়ায়-
আছি ভেসে সৃষ্টির  মাঝে আপনাতে মিশে ,
তনু নাই তোমা প্রেমেতে।
বেদনা, হতাশা ভয়ের ঘটেছে ইতি -
আছি মিশামিশি বন্দেগী
পাবার আশে নেহি এখানে।
শুধু চাহি হে - ও খোদা আপকা পেয়ার অর চাহি হে
খোদা ইয়া মাওলা হে পারোয়ার- চাহি হে আপকা দিদার