সুন্দরী মেয়ে,
হলুদ চর্মে সুন্দরী না হয়ে
কর্মেও সুন্দর হও! সাবলীল হও!
সুন্দর মনের হও!
সহজ বন্ধু হও!
নিজেকে গঠন করিও,
চাওয়া পাওয়া ভুলে;
এক সাথে বেঁচে থাকার তাগিদে।
সুন্দরী মেয়ে,
শিশুদের মতো দৌড়ে ছাদে উঠো
ছাদে গিয়ে সবুজ গাছ হয়ে যাও!
উঁচু ছাদে যেখানে কেও চাইলেও
তোমায় ছুঁতে পারবেনা!
গাছের মতো পর উপকারী হয়ে;
বিনামূল্যে অক্সিজেন দিও।
সুন্দরী মেয়ে,
ভালবেসে খুব কাছে এস;
পাশে বসিও!
আপন ভেবে কথা বলিও!
মিথ্যে দিয়ে শুরু করে;
সত্য দিয়ে শেষ করিওনা!
নিজকে ছোট করিওনা তিলেতিলে,
অপ্রয়োজনে মিথ্যে বলে!
অসংলগ্ন কথা বলে!
হৃদয়ের চোখে ধরা পরে যাবে,
কঠিন হৃদয়ের মানুষের কাছে;
যতই করো তালবাহানা!
যতই ঘুরো ছদ্মবেশে।
সুন্দরী মেয়ে,
তোমার দায়িত্বহীনতাকে খুঁজে খুঁজে
রঙিন কাগজে মোড়িও নিও!
দশ জনের চেয়ে আলাদা হবার
বাড়তি চেষ্টা মনে রাখিও!
হয়ে উঠিও বৈরাগ্য বা সন্ন্যাসী!
জীবন কে মুক্তি দিও কিছু সময়!
ছোট ছোট ভুল ভ্রান্তি থেকে!
সুন্দরী মেয়ে,
প্রান্তিক বাধ্যবাধকতা জন্য
কাওকে তুমি থেকে আপনি ভাবিওনা
আপনি বলে ডাক দিলে,
অদ্ভুত রকমের আতংক বাড়ে
যদি কাওকে আপনি বলে ডাকো
তখনই বেশি একাকীত্ব বোধ করবে।