এককাপ চা'য় যে তোমায় দেখে!
তার ভিতরে বাইরে টান দেখিও,
সে তোমায় ভালবাসে!
প্রেমানুভূতি, চোখ বন্ধ করে খুঁজিও!
যতখানি উজাড় করে দেয় সে।


অনুরাগী হয়ে সকাল বিকেল
প্রেমের গোড়ায় জল ছিটিও!
যে কাপে চুমুক দেয় সে,
সে কাপে স্পর্শ করিও!
যে বালিশে মাথা দেয় সে,
সে বালিশের গন্ধ নিও।


যে শহরে তোমার সে থাকে,
সে শহরে ইচ্ছেমতো,
মাটিতে পদচিহ্ন ফেলে যেও!
সে যেন পদচিহ্ন অনুসরণ করে,
তোমার কাছে আসতে পারে।


যে পথে তোমার সে হাটে
সে পথে কাটা না রেখে!
হরেক রকম ফুল রাখিও,
যেন সযতনে তোমায় ভেবে;
কুড়িয়ে নিতে পারে।


তোমার যতটুকু ধ্যান
সবটুকু ধ্যান তাকেই দিও,
যে তোমায় কথা নেই বার্তা নেই!
তবুও পাগলের মতো ভালবাসে!
তাকে আঘাত দিও না!
তাকে ব্যাথা দিওনা!
আঘাত পেলে সে আবার;
তোমায় ভেবে, কষ্টে মরে যাবে।