শত লোকের মাঝে থেকেও
লোকারন্য ভুলে তোমায় ভাবি,
মনে করো এর নাম-ই ভালোবাসা!
বেনারসি শাড়ি পরে এস অবেলায়
আমি সাদা কাঠ গোলাপ দিব!
খোঁপায় খুঁজে রাখিও ফুল!  
কুড়িয়ে নিব আমি তিলেতিলে;
কাঠ গোলাপে প্রেমের মায়া।


শেষ খেয়া ফিরে গেলেও
তবুও আমার সন্ধানে এস!
অপেক্ষায় বসে থেকো
দিনের পর দিন!
রাতের পর রাত!
মুড়িয়ে রাখিও নিজেকে;
শুদ্ধতম ভালোবাসায়।


দূর স্পর্শে ভালবাসা নিও
অনুভূতিতে ভালবাসা নিও!
জলের শব্দে ভালবাসা নিও!
তবেই ফিরবো সময় করে,
তোমার মন ভাসানো স্রোতে!
কুড়িয়ে নিও সেই জলস্রোতে!
খেয়ালে কিংবা বেখেয়ালে;
আমার ভালবাসা।  


মিলনের অপেক্ষায় তিক্ত হয়ে;
থমকে থেকো না প্রিয়/প্রিয়তমা  
বসে বসে হইয়ো না মূর্তিমতী!
ভালোবাসি বলা ছেড়ে দিওনা;
কখনো বলিও না আমায়
সবসময় ঠকে গিয়ে শিখি।


আহবান করিও পশ্চিমে!
দু হাত তুলে মোনাজাতে  
যেমনই আছি ভাল আছি!
যেখানেই থাকি যেন ফিরি,
অসময় পেরিয়ে, সময়ে!
তোমায় যেনো ভালো রাখি;
নিয়ম করে সবসময়।