সূর্যের সাথে আড়ি!
এত আলো  আর এত উত্তাপের বাহাদুরী!
তা’তে কি?
আমার তো বসবাস সূর্যের বিপরীত,
আলোহীন অন্ধকার এক নগরী।


তুমি চাঁদের আলোর উৎস
চাঁদ তাই তোমার করুণাকামী,
আর আমি?
বেঁচে আছি কেবল আলোহীন,অস্পর্শ্য,
অনুজ্জীবিত।


এত কাঁপছি, অথচ নিকটে শায়িত
বরফাচ্ছাদিত গেরুয়া পাহাড়,
আমার উষ্ণতায়ই তার জীবন পাড়ি।


ঘুম ভেংগে দিই বলেই সে জীবন্ত…
বরফ গলিয়ে ঝরাই জল; তাই সে
পাহাড়,
নয়তো এক অনঢ় ছবি।