আমি তো সমুদ্রে যাবো না,
কেন তবে ঢেউয়ের পর ঢেউয়ে
সমুদ্রে যাবার এই আকুল আমন্ত্রণ?


আমি তো তোমার হবো না,
তবে কেন কৃষ্ণের বাঁশীর সুরে
অবিকল রাধা ভেবে আমার প্রতীক্ষায় থাকন?


আমি তো আর কখনও ভালোবাসবো না!
কেন তবে আমার চতুর্পাশে “ভালোবাসো’’
“ভালোবাসো’’ শব্দের মাতন !
“ভালোবাসি’’ বলে তবে – কেন কাঁদো?


আমি তো আর ফিরবো না,
তবে কেন ফেলে আসা পথে পদচিহ্ন খুঁজে
আমায় পিছু ডাকন?


আমি তো আর বাঁচবো না!
তবু কেন সুন্দরের, প্রেমের, জীবনের,
রঙিন স্বপ্ন দেখার এমন বিলাস ...
কেন তবে এই সহমরণ?