আমাকে ছুঁতে পারে-নি কেউ।
ছুঁয়োছুঁয়ির মহোৎসবে যোগ দেয়ার আগেই
আড়াল করে নিতে পেরেছি স্পর্শ।
অনুভুতি ঠিক ত্বকীয় নয়;
সচরাচর যা দিতে চায় লোকে, দিতে চাও তুমি-ও।
অনুভুতির ভেতরেও আছে আরেক গোপন।
স্পর্শ করে যেতে পারে তা'কে; শিল্প-বোধ।


অ-স্পর্শে থেকেও, সুরেলা সঙ্গত,
কোন স্পর্শে ঝংকৃত সরোদ?!
তোলে অপূর্ব মীড় এমন! এখানে ওখানে
রঙের জল-ছোপ।
যে আঙ্গুলে মন মাখে রঙের ফাগুন,
যে আগুন ঢালে সুখ - শিয়রে, শিথানে
যামিনী মুখর যার ভাবনার কলতানে,


প্রিয় ভৈরব, সুপ্রভাত এখানে।