আবার হবে দেখা -
যা ছিল না বলা কথায়,
দেখব তোমায় এতো কাছ থেকে -
এ যে আমার স্বপ্নের সেই অধ্যায় !
ফিরে যেতে চেয়েছিল মন ফেলে আসা সময়ের স্রোতে,
পাওয়ার নেই যে কিছু -
তবু পেতে চেয়েছিল মন তোমায়,
দেখতে চেয়েছিল আরেকটু কাছ থেকে -
ছুঁতে চেয়েছিল সেই আঘাত পাওয়ার ব্যাথায়,
নরম পা দুখানি তোমার -
কষ্টে সেদিন বড্ড কেঁদেছিলে ;
আজও কেন একই লাগল তোমায় !
বসতে গিয়ে আজও হোঁচট খেলে তুমি -
ধরতে চেয়েও পারলাম না,
কেন বদলে যায় প্রতিবার দুজনের সম্পর্কের মানে !
এতো দূরে তুমি যে ছিলে না কোনদিন -
মন যে আজও মানে না তা,
বদলে যাওয়া সম্পর্ক চায় না এ মন -
প্রতিবাদী হয়ে ওঠে নিজেরই অজান্তে।
ভালবেসেছিল, আজও ভালবেসে যায় শুধু তাকে -
আর একটু চায় যেতে কাছে,
না বলা কথা শোনাতে চায় কানে কানে -
আলিঙ্গনে ভোলাতে চায় সব বেদনাকে ।।