তোমায় বাঁধব বলে ভালবাসিনি,
মালা গেঁথে শিকল গড়ে পড়াব বলেও বাসিনি ভাল ;
তুমি তো মুক্ত -
ঠিক আমার মনের মতো,
যে ডালে যেতে চাও চলে যেও বন্ধু -
তোমায় উড়তে দেখেও বাসব ভাল,
আমার সুখ যে শুধু তোমাকেই ভালবেসে।
মূল্য শুধু দামী হাটে বাজারেই,
তা দিয়ে যায় কি কেনা সুখ ?
সময় থাকে নির্ধারিত হয়ে যেটুকু যার প্রাপ্য,
ঠিক পৌঁছে যায় দেবদূতের আকার নিয়ে।
তুমিও তাই ছিলে আমার -
নিঃস্বঙ্গ একাকী ভিড়ের মাঝে -
হারিয়ে যাওয়া, উজাড় হয়ে যাওয়া তপোবনে -
আবার এসেছিল নতুন দিগন্ত ;
ঘুরেছিল চাকা -
কারণ দুঃখের পর এ যে ছিল সুখের ছোঁয়া ।।