পাখির ডাকে ঘুম ভাঙে যখন -
উঠে তাকাই আকাশের পানে,
সূর্য্যিমামা কখন গেছে উঠে -
প্রথম বেলায় মুগ্ধ হয়ে দেখি তারই রঙের মাধুর্য্যকে।
একদিন তোমায় দেখে হত যে সকাল আমার,
দিনের প্রথম কোমল স্পর্শে চোখ মেলতাম -
আরও কাছে আসতে তুমি,
খুঁজে পেতাম নিজেকে শুধু তোমারই মাঝে।
নেশায় বিভোর মাতালও বলতে পারো,
তোমার হাতেই বন্দী হতে চাইত।
প্রথম প্রেমের এই কি অজানা ভাষা -
আজও যে পারলাম না বুঝতে তোমায় ;
তোমার পরেও এলো যে অনেক -
ডানা মেলে ভাসিয়ে দিলাম নিজেকে,
কিছুটা ব্যস্ততা, না কি ধৈর্য্যের পরীক্ষা !
সে কি ছিল শুধুই ব্যর্থতা ?
আজ বড্ড ক্লান্ত -
নেই কোন অভিযোগ,
জীবন নিয়েছে অনেক -
দিয়েছে শুধুই তোমার জন্য করে যাওয়া প্রতীক্ষা,
কারণ -
তুমি যে শুধু ছিলে আমার প্রাণভোমরা ।।