বসন্তের বাতাসে দোলা দিয়ে উঠল মন,
লিখছি একটা চিঠি নাম না জানা ঠিকানায় -
কি লিখি তাতে?
কে বা আছে আজ?
শুধু পুরোনো স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা বড় দায়।
ছুটে চলে যেতে চাই -
হারিয়ে যেতে চাই,
মন বলে এবার ভুলে যাও তাকে ;
কিন্তু আবার যেন কেউ কানে কানে বলে যায় -
পারবে আমায় ছেড়ে থাকতে?
জানি না, আর কতদিন চলবে এ লুকোচুরি,
কিছুরই হিসাব মেলাতে পারি না।
বড্ড যে কাঁচা !
বেহিসাবী এ মন শুধু বয়ে যায় -
মিলতে চায় মোহনার স্রোতে,
সে যে আজও দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে -
যেখানে মিলেছে নদী সাগর পাড়ে ।।