ইছ্ছে করে ছুটে যাই চলে -
তোমাকে নিয়ে ঐ পাহাড়ের দেশে ;
বাঁশিওয়ালা হয়ে বাজাবো শুধু তোমার জন্য -
মন্দ কি ! যদি তুমি একবার চাইতে আমার দিকে?
নীল আকাশ, সবুজ মাঠ মিশেছে যেখানে -
দাঁড়িয়ে আছি আজও আমি সেই পথের ধারে,
খেলার ছলে কাঁদাতে গিয়ে আঘাত করি যাকে -
ইছ্ছে করে ফিরিয়ে আনি সেই সময়টাকে।
হৃদয় আমার ভরে আছে তারই আশায়,
মালাখানি আছে পড়ে তারই অপেক্ষায় -
জানি এ অপেক্ষা বৃথা,
সে যে মরীচিকা !
তবু ইছ্ছে করে -
ভুল করেও দেয় যদি সে ধরা ।।