আজ আকাশটাকে আবার দেখি -
নীল রঙ, সাদা মেঘ -
ফানুস ওড়ে তারই মাঝে ;
মাঝে মাঝে কালো করা মেঘের আড়ালে -
বৃষ্টি নামে সবারই অজান্তে।
ঘরে ফেরার তাড়ায় কিছু হারায় পথ,
আশ্রয় নেয় অচেনা আবডালে -
বন্ধ ঘরের হারিয়ে যাওয়া চাবির মতো,
ভয় জড়িয়ে থাকে তাদেরও মাঝে।
ঝড়ের দাপট মাত্রা ছাড়ায় ভাঙন লাগে সবার গায়ে,
পুরোনো বটগাছটা হঠাৎ আছাড় খায় -
ক্ষতবিক্ষত হয়ে লুটিয়ে যায় ছোট্ট ছোট্ট বাসার সংসার,
একটি একটি করে পালক উড়ে যায় হাওয়ার সাথে -
লাল রঙ ভরিয়ে ওঠে পথ চলার বাঁক।
প্রাণ তবু থেকে যায়,
শেষবারের জন্য খুঁজে বেড়ায় -
মেলতে চায় চোখের পলক।
পারে না সে,
পড়ে থাকে তার দেহ -
নিঃষ্প্রাণ স্পন্দনহীন হৃদয় লুটিয়ে যায় -
ধূলোয় মোড়া শেষ প্রহরে শান্ত হয় যখন,
আমার পাখি মুক্তি পায় -
যাত্রা করে কালের পরে ।।