মনের গভীরে কি আছে জানার ইছ্ছায় -
যখন নিজেকে ভুলে তার অতলে ডুবে যাই,
সমুদ্রের গভীরতার মতো,
পাতালপুরীর অন্ধকারের মতো,
কিছু যেন খুঁজে পেলাম।


বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে কেউ -
যুগ যুগ ধরে প্রতীক্ষারত যেন ;
নিস্তব্ধ অথচ কতো শান্ত,
নির্বিকার আর নিরন্তন অপেক্ষায় ম্রিয়মান।


উন্মুক্ত পাখির মতো ডানা মেলে সে উড়তে চায় -
ফেরার তাগিদ ছাড়াই বেরিয়ে গিয়ে,
ভেসে থাকতে চায় সবার থেকে দূরে -
নীল আকাশের গায়ে অন্য কোন রঙে দেখতে চায় নিজেকে।


এত কিছুর পরও সঠিক ঠিকানা পায় না এ মন -
হৃদয় দিয়েও ব্যাথার মাঝে লুকিয়ে রাখে তাকে,
বুঝে গিয়েও বুঝতে দেয় না কাউকে -
সত্যি কি যে আছে এই মনের গভীরে।।