একটা পাড় গড়ছে, আরেকটা ভাঙছে -
আশার আলো জ্বেলেও নিভে যায়,
প্রদীপের শিখা প্রজ্জ্বলিত হয় সবার জীবনে -
শুধু মুছে যায় আমার কাছে অন্ধকারের বুকে।
হারিয়ে যাওয়া দিনগুলো যতোটা ছিল কাছে -
আজ দেয় না মন সাড়া তার ডাকে।
বাঁচার তাগিদ খুঁজতে থাকি নিজরুপে -
একটা একটা প্রহর গুনতে থাকি শেষ নিঃশ্বাস ভেবে।
চারপাশে আজ সবাই বড্ড অচেনা -
সময় নেই তাদের,
ছুটছে তারা আপন গতিতে।
পড়ে থাকা এক কোণে অকেজো বস্তু আজ -
সুর তাল ছন্দহীন জীবনের নিঃস্প্রাণ এক দেহ আমি ।।