সুরের টানে ভেসে চলে এ মন -
কোথায় যে এর শেষ জানে না কেউ,
বাঁধনে পড়ে জর্জরিত সবাই -
তবু এ মন বাঁধন বিহীন রয়ে গেল আজীবন।
চেয়েছিল যারে বাঁধতে -
পালালো সে মাঝ পথে,
ফিরে এসে দেখি -
আমার মনের দ্বারে সে যে আছে বসে ;
প্রদীপের আলোয় উজ্জ্বল হল তার আভা,
সমাজ বক্ষে এ ভালবাসার নেই কোন স্থান -
তবু আছে সে অতি স্বযত্নে এ ভগ্ন হৃদয়ে ;
যারে যায় না দেখা সবার মাঝে -
সে যে বড়ই একান্ত আমার।
যুগ যুগ ধরে আজও আমরা পীপাসিত তৃষ্ণার্ত,
বিরহ ব্যাথায় জ্বলেছি অবিরত -
বোঝেনি কেউ -
বুঝিনি আমরা সেদিন,
কতো যে ভালবাসা লুকানো শুধু আমাদেরই জন্য।
ভগবান বলে যদি কিছু থাকে,
নিবেদন তারে -
পরজন্মে মিলিত করো এ দুটি প্রাণ -
বেঁধে দিও আমরণ বাঁধনে,
বাঁচতে পারি যেন আমরা আমাদের ভালবাসার সাথে ।।