সেই ঠিকানা আজ বদলে গেছে,
নামের পাশে লেখা আরেকটি নাম -
ভুল হল একটু ,
সেটা তো নাম নয়, পরিচয় !
আভিজাত্যের, বংশ মর্যাদার সাক্ষী -
তাও গেছে বদলে যে সবই।
কেমন আছিস তুই নতুন পরিচয়ে?
আজ আর হঠাৎ করে কড়া নাড়া যায় না -
ফোনের পাশে বসে থাকার অপেক্ষাও শেষ,
নিঃস্তব্ধতা আজ রয়ে গেছে প্রতিটি কোণায় -
তুইও আজ বদলে গেছিস,
এ সত্য বড়ই যে কঠিন !
মনে পরে তোর -
প্রথম একসাথে বসার মুহুর্ত?
স্বার্থপরের মতো নিজের কাজ তোকে দেওয়ার মুহুর্ত?
আমি যে আজও দেখি তোকে -
নিঃশব্দে গ্রহণ করে আমায় ঋণী হলাম তোর হৃদয়ের মাঝে,
ভালবাসার কোমলতায় বদলে গেল সব।
সময় চলল নিজের স্রোতে,
আর আমরা গেলাম হারিয়ে -
পাল তোলা জাহাজে ভাসিয়ে দিলাম নিজেদের -
লাভ ক্ষতির হিসাব ছাড়াই পাড়ি দিলাম অজানা দেশে ;
খুঁজে পেলাম নতুন সাথী -
নতুন করে চলতে এবার কষ্ট হল একটু,
অনুভবে বদলে গেলি তুই ।।