তোমার নামে লেখা চিঠি আজও যে হয়নি পাঠানো তোমায়,
কোন্ ঠিকানায় পাঠাই তারে?
সে যে হারিয়ে গেছে বন্ধু আমার!
খোলা খাম আজ বাক্সবন্দী -
এটাই যে বুঝিয়ে দিল জীবন আমায় ;
ডাকপোষ্টের বাইরে বসে থাকি আজও,
তুমি কি পারবে ফিরে আসতে আর একটি বার?
সময় যাচ্ছে বদলে,
বদলে যাচ্ছি আমরা -
তবু কেন আমি আজও বসে শুধু পুরানো দিনের আশায়?
ফিরে পেতে চায় এ মন শুধু তোমায় এ শূণ্য বাসায় ;
সামনে সবুজ মাঠ -
বয়ে গেছে মেঠো আলেয়ার পথ,
ডাকিয়া আজও যায় চলে এ রাস্তা দিয়ে -
থামে না শুধু একটি বারও আমার সামনে এসে,
বলে না কেউ এসেছে চিঠি তোমার নামে বন্ধু আবার ।।