জীবনযুদ্ধে হেরে যাওয়া,
পাথর হয়ে বেঁচে থাকা মৃত্যু পথযাত্রী সে যে -
কী বা আছে প্রয়োজন তার আজ !
তবু স্বপ্ন দেখে এ লোভী মন -
বাঁচতে চায় আজও,
অনেক না পাওয়ার মাঝে থেকেও পেয়ে যায় -
ছোট্ট খুশির এক মুহুর্ত ;
ভুলে যায় সব অতীত,
সাজাতে থাকে জীবন -
তারই মাঝে বাঁধতে থাকে আবার ভেঙে যাওয়া সে বালুচর,
সুর বেঁধে যায় নতুন ছন্দে ;
জোছনায় ভরা আকাশ -
লুকিয়েছে মেঘ চাঁদের আড়ালে,
শুকতারা দিয়েছে আজ সারা তার ডাকে -
বাতাস চলেছে বয়ে তারই পথ পানে ;
মিলে যাছ্ছে আজ সে সবার মাঝে -
নতুন করে বাঁচার আনন্দে মত্তহারা,
মন ভুলেছে সব বাঁধন -
ডাক এসেছে তার,
চলো যাই -
বিদায়কালে নাই বা দিলে বাধা ।।