তোমার জন্য সাজিয়েছিলাম ফুল বাগিচা -
হঠাৎ যেতে বিঁধল কাঁটা,
পাথর কেটে রাস্তা গড়েও -
শূণ্য হাতেই ফিরতে হল।
ঠোঁটের কোণে হালকা হাসি,
লাজুক চোখের চাহনি তোমার -
জানান দিল নতুন প্রেমের গন্ধ,
খেলার ছলে অকস্মাৎ হারিয়ে গেলাম আবার।
ঘুমের দেশে ছিলাম বলে -
স্বপ্নে শুধুই তোমার আনাগোনা,
রাত প্রহরীর নিষেধ ছিল বড় -
রাজকন্যা তুমি, দাসত্ব ছিল আমার জীবন।
তবু সাজিয়েছিলাম আমার বাগান -
জীবন শেষে থাকব আমি তোমারই অপেক্ষায়,
মনের মাঝে তোমায় নিয়ে বাঁচব আবার -
হারিয়ে যাওয়া সুরের তালে উঠব দুলে ;
খেলার সাথী আমার -
আর দেব না হারাতে তোমায়,
ভেসে যাব ঐ আকাশের পানে -
রাখব তোমায় আমার বাহুডোরে,
মিলন ক্ষণে শুধু দেখব তোমায় দুচোখ ভরে ।।