দুটো মানুষ পথ চলতে গিয়ে যখন থমকে দাঁড়ায়,
চেনা পথ গুলোর মাঝে হারিয়ে যায় অচেনা হয়ে,
দূরে আরও দূরে যেতে যেতে হারিয়ে যায় একদিন -
মেলে না দেখা, রাখে না খোঁজ -
এমনও আসে দিন।
সব সত্যির মাঝে বড্ড মেকি লাগে,
প্রশ্ন করতে চাইলেও -
উত্তর যে জানা হয়ে গেছে ;
ফিরে আসার সময় গেছে অতিক্রান্ত হয়ে -
ইছ্ছে করে না আর তার কাছে নিজেকে ফিরিয়ে নিয়ে যেতে।
তবু অহরহ সে দেখিয়ে চলে তার ভালবাসা,
বাঁধনের জালে জড়িয়ে রাখে আমায় ভয়ে -
কুন্ঠিত হয়ে আশ্রয় নেয় ক্রোধের মায়াজালে,
দমন করে রাখে তার অধিকার বোধের নেশায়।
কিন্তু টেকে না তার এই মায়াজাল -
বড়ই অপলকা।
শুধু এই দেহটাই হয়েছে তার অধিকারের দাস,
যা একদিন হবে শেষ,
নেবে আকার কিছু ভস্ম ছাই,
পড়ে থাকবে ধূলায় -
ধূলিকণার সাথে।
খুঁজে নিও তখন, যদি দেখতে পাও তোমার কৃতদাসকে ;
না পাওয়ার ব্যাথা যদি বোঝ তুমি -
থাকব তখনও আমি এই আশায়,
এবার যেন চেনা পথ না হয় অচেনা,
সত্যি করেই আবার বাঁচতে যেন পারি।