আজ শহর জুড়ে শুধুই অট্টালিকা ;
কপোত কপোতির বাসা -
খুঁজেও মেলে না আজ,
তাই তারা বাসা বেঁধেছে আমারই ব্যালকনিতে, করিডোরে -
এই ভেবে হয়তো যদি একটু নিভৃতে কাটাতে পারে...
জীবনও ঠিক এমনি ভাবে -
মাঝে মাঝে একান্তে থাকতে চায়,
বুঝতে চায় -
ঠিক কোন্ দিকে সে চায় যেতে ;


সুখ দুঃখে ঘেরা বাসা বেঁধে কাটিয়ে দেওয়া সবার সাথে -
না কি বাসা না গড়ার যণ্ত্রনায়,
'এই তো সুখেই আছি' - এই ভেবে।
মাঝখানের অনেকটা বছর আমার আমি কে প্রাধান্য,
নয়তো বা -
তোমাদেরই রঙে গড়ে নেওয়া আমার আমি কে -
মোড়কে মুড়িয়ে নেওয়া,
করে তোলা তোমারই একজন।
এই অস্তিত্বের লড়াইয়ে বাঁচিয়ে রাখা আমারই সেই মনটাকে -
যে শুধু নিঃশব্দে সহ্য করে যায় সব অত্যাচার,
সেও যে বাসাহীন ঠিক কপোত কপোতির মতো -
একান্ত হতে চায়, খুঁজে পেতে চায় -
তার চেনা সহজ মনটাকে,
যে হারিয়ে গেছে আজ সবারই হস্তক্ষেপে।


এক একটা গাছের বিনিময়ে -
এই বিশাল প্রাসাদ গড়েছি আমরা,
সহজ নিঃশ্বাসের বদলে দিয়েছি -
শুধু কঠিন প্রলেপে নাটকীয়তায় ভরা হাসির বন্যা ;
যা আজ শেষের পথে,
তাই দ্বগ্ধ হছ্ছে আমার আমি নির্জনে।
চলো না আরেকবার চেষ্টা করে দেখি -
এই প্রাসাদেই খুঁজে নিতে পারব না আমরা -
ফেলে আসা আমাদের দিনগুলো ?
যেখানে চাহিদা শুধু -
আমার থেকে আমাদের ঘরে ফেরার,
বাসনা - ছোট্ট একটি বাসার,
যা ভালবাসার ঠিকানা।