মনের আঙিনায় আজও ভেসে ওঠে -
তোমার নীরব চোখ দুটি।
আজও তাড়া করে আমায়,
বলে যায় কতো না বলা কথা -
ফেলে আসা মুহূর্তের ব্যাথা।
ইছ্ছা ছিল তোমার সাথে যদি হত
আর একটু পথ চলা -
সারা জীবন নাই বা পেলাম তোমায়,
তবু একটু পেতাম বেশী তোমায়।
কালো মেঘের সাথে আকাশ যখন সাজে,
তোমার লাজুক হাসির মাঝে আমারও ব্যাথা বাজে,
এলোমেলো চুলে তোমার রূপের যাদু বিভোর করে আবার,
বারিধারার মাঝে খুঁজতে থাকি তোমায় -
দুহাত দিয়ে ছুঁতে চায় -
মন বলে, যদি হতে তুমি হেথায়,
আলতো করে ছুঁয়ে দিতাম ঐ দুটি চোখের পাতা।
ঠোঁটের পরশ, হাতের ছোঁয়ায় যেতো না আমায় ফেরাতে -
তুমি হতে বন্দী আমার ;
আর তোমার অশ্রু,
সে যে হত শুধু আমার ;
যতনে রাখতাম তারে আমারই মাঝে প্রিয়।