চেয়েছি তোমায় দুহাত ভরে রাঙিয়ে দেব নিজের রঙে
পরশ পাথর, মানিক যত হারিয়ে যাবে দুই নয়ানে।
চেয়েছি তোমার আলতো পরশ, হাল্কা হাসি ছুঁয়ে যাওয়া
মরু সাহারায় হারিয়ে গিয়ে আবার তোমায় খুঁজে পাওয়া।
চেয়েছি তোমার কোলের পরে ক্লান্ত হয়ে মাথা রাখি
বেদনাতুর অশ্রু যেন তোমার কাছে হল ফাঁকি।
আর সয় না সৃষ্টি জ্বালে মিথ্যে মানুষ খেলা
ধ্বংস হব তোমার সাথে “সব পেয়েছির” বেলা।


নিদ পুরীতে জ্যোৎস্না রাতে যখন তোমায় খুঁজি
প্রাণ পাগলের আস্কারাতে তোমার সায় বুঝি।
ফাগুনের ওই আগুন জ্বেলে যখন তুমি চাও
তোমার মাঝে মিশে যাওয়া, ভাসিয়ে মোদের নাও।
সুখ দুখের ওই আত্মজীবন তোমার হাতে রেখে
দেখব তোমায় দুচোখ ভরে তোমার মাঝে থেকে।