সন্ধ্যাকালে ঝর্ণা স্রোতে ঝিরঝিরিয়ে পড়ছে সোনা
সুখদুঃখ ভরিয়ে দিয়ে ব্যর্থ হল হিসেব গোনা।
বলরে কেন মিথ্যে সাজে রইব আমি বনবাসে
ভাগ্য সেথায় হাস্য করে উড়িয়ে দিল মুক্তাকাশে।
দূর দেশেতে পালিয়ে গেল ন্যায় নীতি বোধ বুদ্ধি যত
“নিয়ন আলয় পণ্য হল যা কিছু আজ ব্যক্তিগত”।
বিষ ফলের আজ পুষ্টি শুষে বাড়ছে সমাজ অবহেলে
মরছে মানুষ বাচার সাথে মরছে প্রতি পদক্ষেপে।
জাত-পাতের এই বাদবিচারে জাতির জ্বালে জর্জরিত
মরণ ফাঁদে পড়লি তোরা মৃত্যু আজি নির্ধারিত।


বলরে তোরা কিসের টানে নাচ গানের এই আসর জমাস
খ্যালনা করে ওদের কেন, কিসের তরে খেলতে নামাস।
বুক ঝরিয়ে, রক্ত চুষে ওদের তোরা খতম করিস
আবার তোরাই অসুর বধে ওদের পায়ে লুটিয়ে পরিস।  
ফিরে আশা এই অন্ধকারে সত্যবোধে মুক্তি হয়
বজ্রপাতে, ঘুর্ণবাতে করব নাকো মিথ্যে ভয়।
সুখ সাগরে ডুব দিয়ে মোর জুড়িয়ে জ্বালা যন্ত্রণা
দেখছি আমি ঝর্ণা স্রোতে ঝিরঝিরিয়ে পড়ছে সোনা।