হয়ত তোর সাথে আর দেখা হবে না।
হবে না তোর সাথে চোখে চোখে খেলা-
আমার বুকের স্রোতে ভাসা কত আশা, তোর হাসি...
ভালবাসার অনেকগুলো তুই, তোর চশমার ফ্রেমে বন্দি।


হয়ত তোর সাথে আর দেখা হবে না।
গলির দেয়ালে ঘষা আধপোড়া সিগারেট-
আমার ক’টা বাউন্ডুলের জীবনগাথার নীরব পরিহাস...
আমার রাতপোড়ান গল্প, আমার ব্যাথা অল্প-স্বল্প মেশা-
কক্টেলের নেশা তোর তারারন্ধ্রে।


হয়ত তোর সাথে আর দেখা হবে না।
তোর নরম হাতের গন্ধ...আঙ্গুলের ডগায়-
টুকড়ো করা সূর্য কণার খালি খালি হাতছানি...
একবার...শুধু একবার...তোর গালে গাল রেখে আঁকড়ে ধরা-
জীবনধারার কটা দিন গুনি।
শুকনো হাওয়ায় ভেজা দু’চোখের অন্ধকারে-
উলঙ্গ আমি, উলঙ্গ আমার মন মাথা কুটে মরে...
জানি না সে এক কোন অভিসন্ধির রেশে-
আজ ছিঁড়েফুঁড়ে খাওয়ার মরণ যন্ত্রণা।


হয়ত তোর সাথে আর দেখা হবে না।
তবুও হয়ত একবার বক্ষপিপাসার তৃষ্ণা...
বড় তৃষ্ণার নেশায় ভেঙ্গেচুড়ে যায় আমার হাতঘড়ি-
খসে পরে যায় দেয়াল ঘড়ির পেন্ডুলামটা...
ঘুম পাড়ান ঝিঁঝিঁর ডাকে কয়েকটা ধার করা রাতে...
তোর কোলে শুধু মুখ লুকাব, কাঁদব, হাসব, ভালবাসব...ভালবাসব।