ঘুমিয়ে পড়েছ তুমি?
আবার গভীরতার টানে- ঘুমায়
সারা জগৎ;
জাগছি আমি রেখে-
তোমার শান্ত জিভের ডগায়
আমার শ্রান্ত ঠোঁট।


ঘুমিয়ে পড়েছ তুমি?
ঘুমিয়ে পড়েছ?
ক্লান্ত হয়েছ কি আমার ভালবাসায়?
কারোর প্রশ্রয়-
ঝরেছ নিশিদিন?
রয়ে যাওয়া শেষ রক্তশ্রাবের দাগ-
তুমি কি ঘুমিয়ে পড়েছ?


ঘুমিয়ে পড়েছ কি তুমি?
ঘুমিয়ে পড়েছ?
আমার শরীরে হীম শীতল রক্ত বেয়ে-
নামে আসে রাতের স্বপ্নধারা।
আসে শত শত তারার আকাশ-
কত আলোকবর্ষ হতে নেমে আসে
আমার বুকের ভীতর; দানা বেধে ওঠে ওরা-
শ্যাওলা হয়ে- গভির কুয়াশায়।
কিম্বা মেঠো সকালে-পাখির শুকনো ডানায়
লেগে থাকা ঝরা পালকের মত।
ঘুমিয়ে পড়েছ কি তোমরা?
সত্যি ঘুমিয়ে পড়েছ?