ভীষণ কঠিন-
কোনভাবে এই নেমকহারাম মনটাকে চাবুক-
পিটিয়ে পিটিয়ে সিধে করা...দেওয়ালে কয়েকটা কান্না ভেজা রক্ত...
তিলে তিলে মরে বাঁচার আনন্দ আমার।
আমার যত ‘বনপলাশীর পদাবলি’...আমার যত ‘তিন ভুবনের পারে’...
জলচৌকি দাঁড়ান সিলিং ফ্যান-এ দড়ি ঝোলা আমি...
আমার খিদে...চাহিদা...রাতদুপুরের ভোগ...নীলছবি...
ফ্ল্যাশ করা জলে ভাসা সাদা সাদা কিছু...ঠোঁটের নরম ভেজা...
বুকের গন্ধ...দমবন্ধ...ক্লস্ট্রফোবিক স্বপ্নে আমার কপালে ঘাম জমা রাত্রি-
আমি ফেলে এসেছি।


আমি ফেলে এসেছি ক্যাফে-কফিডে...আমি ফেলে এসেছি প্রিন্সেপ ঘাট-
দা ভিঞ্চি-র ছবি দেখে আঁকা তোকে দেওয়া গ্রিটিংস্ কার্ড টায়-
আজ ঝুল ধরা নানা স্মৃতি আমাকে আমায় ডাকে...বাঁচতে থাকে।
দুয়ে এক হওয়া...হাঃ!...ওসব আর বলব না...আর ভরব না তোর জন্য-
আমার টপ্-আপ্ স্কিম্...আমার বেপাড়ার কন্ডোম...রাতভেজা চাদর...
লাল-গোলাপি স্বাদ ছুঁয়ে যাওয়া আমার যত স্যাঁতস্যাঁতে পৌরুষত্ব-
আমি ফেলে এসেছি।


আমি চাইব না পুবের হাওয়া, নেব না তোর নাম ধুম জ্বরে...
ঘরে আমার টেবিল ল্যাম্প, আমার ফেসবুক অ্যাকাউন্টের সিঙ্গল স্টেটাসে-
লেগে থাকা অনেকগুলো তুই, তুমি, আপনি হওয়া।
আমার ছায়ার কালো রঙ গায়ে মাখা...ঝাপ দেওয়া মারিয়ানা ট্রেঞ্চে-
কয়েকটা অন্ধকার গল্প...নুন-বালি শরীরগুলো হয়ত আবার জ্বলে উঠবে...
হাই, হ্যালো-র মত আবার ও’সব বিলিতি ঢ্যামনামি...আবার বাজবে-
আমার ফোন অন্যের মোবাইলে টাইটেনিকের সুরে...নিয়ে চল্-
আজ তোরও ফেলে আসার দিন গোনা!