ব্রেক্আপ তো সবাই করছে...জুড়ছে কতজন?
ফেসবুক-এর স্টেটাস সিঙ্গল, এনগেজড্, ইট্স্ কমপ্লিকেটেড, সিঙ্গল...
গোল গোল ঘুড়ছে... শুধুই ঘুড়ছে।
সাউথ সিটি, নিকোপার্ক-এর “কান্নাহাসির দোলদোলান”...
দেখে দেখে বহু ‘পৌষ-ফাগুন’ জ্বালা-ফোস্কা ফেলে গেছে।
ক্ষতবিক্ষত দেহটা দেয় ছুট...একমুঠো সোনা ঝরা বিকেলের রোদ্দুরে...
ঘাসভেজা স্বপ্ন মাড়িয়ে চলে যত সদ্য হতে শেখা ছোকড়া-ছুড়ি...
রঙিন কথা...আই-ফোন...কন্ট্রাসেপ্টিভ্ ভালবাসায় মোড়া পুরোটাই খিল্লি-
“কাল থেকে তুমি আর ফোন কোরো না...আমরা কিন্তু বন্ধুই থাকব...
স্রেফ্ বন্ধু... কেমন?”...


ব্রেক্আপ তো সবাই করছে...জুড়ছে কতজন?


ঠাণ্ডা হাওয়া...একা একা...হয়ত বা কটা বালিশ চাপা কান্না-
খালি খালি রাতভোর জ্বালাবে।
কপরোফ্যাগি জীবনটা শুধুই শেখাবে-‘দায়, দায়িত্ব, শৃঙ্খলা, শিষ্ঠাচার’...
পড়াবে বিবেকানন্দের জ্ঞানযোগ, ভক্তিযোগ, ইত্যাদি-
নীতিবোধের অ-আ...ক-খ।
আবার বাধ্য করবে-
ন্যাকা ন্যাকা ভালবাসা...প্রেম-পীড়িত...
ম্যাসলো-র নিয়ম নিষ্ঠা মানা...
সমাজের রোজকার অশৌচ পালন।


ব্রেক্আপ তো সবাই করছে...জুড়ছে কতজন?