ছেঁড়া পাতাগুলো আজ নতুন ভাবে সাজিয়েছি।।মিথ্যে সুখের মাঝে আজ দুঃখকে হারিয়েছি।।যা কিছু আজ আপন,হল তা পরের জন্য।।বিধি লেখা সোনার হাতে বিধাতা আজ নগণ্য।।
সৃষ্টি সুখে মত্ত আমি/আগুন আমার শরীর।।নগ্ন তারা দেখছে যত/ ভাবে শুধু পাগলামি।।
এমনভাবে আঁধার ঘিরে/জমান দুঃখ তিলে তিলে/ছড়িয়ে দিলাম শিশির নীরে/পরিয়ে দিয়ে মালা।।তোমার সাথে শরীর খেলা/বিছিয়ে স্বপন মিছে মেলা/দেখেছ আমার শেষের বেলা/বিষবৃক্ষের জ্বালা।।
তবুও এ ঘুম কাটে না চোখে/স্তব্ধ শরীর নিথর হয়।। ভগবান তিনি বিকিয়ে গেছেন/”ইট পাথরের জয়”।।
নষ্ট আমি নষ্ট তুমি/নষ্ট যারা চলছে বেঁকে।।নষ্ট সে সব ভন্ড মানুষ/শুধুই দেখে আড়াল থেকে।।তেমন কোন হেলদোল আজ/হারিয়ে গেছে নেশার ঘোরে/মায়ের কাপড় লাজ হারিয়ে/নীরব ভাবে চিতায় পোড়ে।।
দুঃখ কে আজ হাটিয়ে সবাই/সুখের নমাজ,ওজু করে।।পালিয়ে ফেরে অবুঝ মনে/দুঃখ শেষে আবার ধরে।।