আমার লেখা আমি নিজেই চিনতে পারি না...


আমার চোখে - তোমার শরীর আকাশের চিল হয়
ঠোঁটের গাঢ় লিপস্টিক মনে হয় আদিম ভ্রূণকথা
বিশ্বাস করো এজন্মে আমি পারলাম না।


তবে আবার জন্মাবো। ভাষার জন্য নয়...
শুধুমাত্র তোমার জন্যে।
ঐ জন্মে তোমাকে চেটেপুটে খাব, আদুরে ভালবাসায়
ঠিক তুমি যেমনটি চাও, জল দেব ভালবাসার বটগাছে


এ জন্মে তাই কাব্য করে যাই...
ঐ জন্মে এই লেখাগুলোই শোনাব।


কারণ তখন ভাষা তো মিউজিয়ামের বাসিন্দা
আমার তোমার হাতে পোঁতা চারা বট তখন মহীরূহ