আমরা এগিয়ে চলি শহর বা গ্রামে
শব্দরা কেমন যেন হয়ে যায়।
ভাবি শব্দদের কঠিন করে তুলব,
পারি না।
সে তো আসলে সময়কে মানে।
শহর বা গ্রামের সীমা চেনে না।
ইথারের যুগ।
সামাজিক ইথারে সোশ্যাল মিডিয়া জন্মেছে।
আর আমি সে সব বুঝলাম না।
আজ বাড়ির পাম্পটা খারাপ।
তিন তলায় জল তুললাম।
যখন কষ্ট হচ্ছিল আস্তে করে মোবাইল বের করে
তোমার মুখটা দেখলাম।
বুঝলাম লাইক নয়, তোমার মুখের হাসির জন্য
এই ইথারের এতোটা উন্নতি হয়েছে।