যে পথ দিয়ে নিয়ে চলেছে শবযান
সে পথ দিয়েই যাওয়ার কথা ছিল,
এমন দিনে মুষল-বর্ষা নামার বুকে
তোমার মুখটা আবার ছুঁয়েই দিল।


না জানা সে সব গলিপথ গন্ধ
আজ কেবলই খইসাগরে স্নিগ্ধ,
আমার মনটা কবেই তোমার ছিল
আত্মা কবির অনেককালের দগ্ধ।


তুমি এবার শান্তি পাবে মালামিথ
না জানা ভ্রমে আমিও স্মৃতিযান,
আমার গন্তব্য বাংলাভাষার কাছে
কিছু সময় ঘুরেই আসি শ্মশান...


এসব শুনে গালমন্দ বন্ধ করো না
লাঞ্ছনাই প্রতিজন্মের একান্ত প্রেরণা।