চুপ করে থাকাই ভালো,
নীচু কণ্ঠের ভিতর
মনে পড়ে যায়
গত বছর শুনেছিলাম।

এ বছরও শুনলাম।

জীবিত ও মৃতের পার্থক্যে
কী শুনতে পাচ্ছি
তার চেয়েও আসল
মুখোশ ভেবেছিলে সবটুকু।