একটা ঠান্ডা হাওয়া উঠল সভ্যতার সংকটে
অজানা জন্মসময় জাগছে ব্যর্থতার আঘাতে
ওয়াল্ডার বিস্ট দৌঁড়ালেই চিতা প্রাণ জাগে
চিনের প্রাচীর পেড়িয়েছি পাহাড়েরও আগে
ঝর্ণা জল নীলকন্ঠ হতে বলেনি এই প্রদেশে
আমি লুকিয়েছি ব্যথা ভালবাসার অণুপ্রাশে
বৃষ্টি নামছে শহরে, নোংরা ভাল লাগে না আর
তুমি চাকরির মাইনে হলে আমিও বিশ্ব সংসার
টাকার চিন্তা আছে বলেই এখন কবি স্বপ্ন ভ্রম
আবেগ সামলে রাখা মেঘমল্লার জানে সংযম
গিন্নীর মুখ পুরোনো হয় না অজানা স্রোতস্বিনী
তাজমহল কতটা দামী ভুল বানান দেখলেই চিনি
চোখের মধ্যে শত আমাজন, হাসির মধ্যেই প্রাণ
বিশ্বাস করুন ষষ্ঠী শুনেই বাঙালির বাথরুমে গান