প্রেমের আখ্যান নয় এসো প্রকৃতিকে চিনি
এসো আমাদের টু লাইনারগুলো-কে পর্যালোচনা করি।
তুমি আমায় কতটা খুন করতে চাও, এসো-
সেটাই জেনে নিতে হবে, এই কৌতূহলের বাজারে।
গিমিক আর সংগৃহীত লেখারা সময়ের নয়,
মেধাহীন বাস্তবরা আধুনিকতার উত্তর নয়,
এমন করে কবিতা হচ্ছে না, মৌলিক সৃজন হচ্ছে না।
মানুষ একাকিত্বের শান্তি চায়, বাঁচতে চায়, বাঁচাতে চায়।
এই হিসেবগুলো অনুষ্ঠানের টিকিটে হল দিতে পারে না--
বিপণন খেয়েছে আমার আত্মাকে জন্মের পরে কমপ্ল্যানের থেকেই
তুমি ভুল ধরিয়ে দিয়ে বলতেই পারো সেরেলাক।


আমি বলব আমি তো প্রথম অক্সিজেনের বাতাস খেয়েছিলাম।
আসলে ভাল করে দেখ কবিতা লিখতে পারিনি,
মেদবহুল কবিতারা চলে না এযুগে, সিরিজ অফ ক্রিসপিনেস চাই
যদি বুঝে যাও টাকাই বড় কবি হওয়ার লক্ষ্য
তাহলে ভুল করবে। কারণ জীবনানন্দ সুকান্ত স্যারেরা
মৃত্যুর পরেই বিখ্যাত।


শুনছ, আমিও তোমায় গুপ্ত কবিতার সিন্দুকের নক্সা দিলাম।
চাবিটা আমাদের সন্তানকে দিও কিন্তু...