দু'টো লোহার লাইন সমান্তরাল
তবু সংযমী মান্যতার অভাব,
রোজ ব্যালেন্স করছে দড়িতে, উঁচুতে
এক অপদার্থ জোকার
এক লাইনে কবিতা, অন্যতে গদ্য
কারণ
কিছু লেখা নিজের জন্য
কিছু লেখা বাজারের জন্য
পেটে অন্ন দরকার
একটা স্বরচিত বই বিক্রি হলে
দু'শো চাল আর হাফ কিলো আলু কিনে
মায়ের মুখে হাসি ফোটাবে সোম
আসলে মাসের শেষ, উপোস
সব লেখা নিজের হয় না
তুমি বুঝবে একদিন মেঘ ও লৌহযানে...