আজ সারাদিন দাঁড়িয়েছিল পাহাড়চূড়ায়
কথার সাদা বক অবুঝ দিনেই হারায়।


কে আমি, কেন আমি ও কোথায় আমি
বাকিটা জানেন পৃথিবী আর অন্তর্যামী।


বড় বড় কথারা স্বপ্ন দেখায়, বাস্তব নয়
কে আমার সন্তান, নবজাতকেই সংশয়।


বেচে দিতে পারি আমি মূল দ্রাব্যঅদ্রাব্য
সে জানে জাহাজ নদীতে অচল, অনাব্য...


বেঁচে থাকার জন্য তবু ফিরতে হয় শিশু
সংবরণ করে নেয় রাগ, ক্রশবিদ্ধ যীশু।


অনেকটা না পাওয়া, অনেকটা অপ্রেম
জীবন তো আসলে সাপলুডোরই গেম।


নিজের সন্তানের মতো ভাবলে পিতা হও
সমাজ সংসারকে নতুন করে তুমি ভাবাও।


অনেক আঘাতেও ফিরতে হয় পাহাড় থেকে
বাংলা ভাষার বিজয়কেতন যাবে তুমি রেখে।


সংবরণ অনেক চিন্তা, অনেক আস্থা চোখে
সে সব ভেবেই অধম তোমার ঠোঁটে লেখে।


নতুন পুরোনো অনেক স্মৃতি সত্য বয়সকালে
ভালবাসার মন বলেই উড়ছে ইচ্ছারা নাগালে


ফিরে আসার পথে ঐ উলঙ্গ পাখিটা বাসায়
খবর ২৪ ঘর করে রোজ ভালবাসারই আশায়।


রেসিপিতে হিট হয়, অথবা কাব্যগুণের বাতি
সংবরণ যখন বিবেক বাংলা, জ্বলবে দিবারাতি।


ভুল বানানের পাহাড়, মিথ জীবনের মতো সত্য
পেশাদার নেশাতুর হলে তুমিও পাবে যে পথ্য...


তবে ঐ শক্ত পানীয় দিতে পারবে না তোমায় সুখ
সংবরিত সমস্ত প্রলোভনেও, শান্তিতে গভীর অসুখ।


বাঁচতে চাইলে একবার কেঁদো বৃষ্টি আকাশে গিয়ে
সত্য সাহিত্য তোমায় দেবে, উজান পথে ভাসিয়ে।


ফিরছে সংবরণ গট মট গট মট শব্দতে মাতালে
জিন্দেগী এক্ সাফার, তুই খুদ কো পেহেচান লে...


আবদার তো একটাই চাই চুমু বাংলা ভাষার জন্য
সংবরণ যদি অমিত হয় তাহলে আমিও হব লাবণ্য।