আমার মৃতদেহ ফুলে গেছে
আকাশগঙ্গায় চলেছি ভেসে
মেদহীন কান্নারা
কেবল আমার ও বৃষ্টির
তোমরা তো হাসি গ্রহে
হেসে নাও অপূর্ব শৈশবে
একদিন জীবন্ত স্নিগ্ধতায়
ধূপ যখন তুলসীমঞ্চে দেবে
আমার ছায়াকাব্য
তোমার আঁচলে জমা হবে
আমায় মেদ ভেবো না
ভালবাসারা অবুঝ হয়
বন্যা জলে মাছে সাথে ভাসে
ভালবাসার আত্মসম্মান
শৈবালজন্মেরও আগে
সূর্য তাপ পেয়েছিল...