নদীর জল এখনও তোমার মনের মধ্যে
সমস্ত শহুরে বাঁধ প্রতিশ্রুতি ভেঙেছে
সিঁদুরের অজান্তে স্রোতস্বিনী প্রবেশ করছে
কালার লেন্সের মণির মধ্যে
ঠোঁটের চামড়ায় রক্তসুখ
অন্ধকারের মধ্যে বেগুনী আলো হুলবিষে বিদ্ধ
সিংহিনীর হাইলাইট শরীর জুড়ে রক্তাক্ত এক উচ্চগ্রাম
ছুটে আসছে দানব-এলিয়ান
আমি অস্ত্রহীন এক আদর্শনারী
জাগ্রত চোখে দাঁড়িয়ে আছি নিজের অজান্তে
বুকের বাঁদিক দিয়ে বয়ে চলেছে জল
নৌকো যান ও উঁচু স্কুলবাড়ি
আমার অস্তিত্বকে দেখেই হাসছে ময়লা জলে
প্রতিচ্ছায়ায় চিন্তে পারছি না - আমি কে!!
রক্তাক্ত পিচরাস্তার খানাখন্দ
গাড়ির চাকা লাফাচ্ছে কার্লিচুল
অপদার্থ রোবোটজাতি দামী শাকসবজি কিনছে
এলিয়েনের মতো রাতে সিরিয়াল-কিলারে ঘুমাচ্ছে
একবারও মানুষ দেখল না আকাশে
নক্ষত্র তারার হৃদপিন্ডরা – কাঁদছে।
আমার বলে কিছু নেই আর – কবিতার মন ভিজেছে
ইলশেগুড়ি আমাকে রোমান্টিক করেনি – বিপর্যস্ত আমি
বন্যায় ভ্রমণ গডস পার্টিকেল--
স্যাটেলাইটে ফুল ফুটল
আর তুমি এগিয়ে এলে
আমিও বললাম “নতুন পৃথিবী তৈরি হবে রিঙ্কু-র থেকে
রিঙ্কুমন্ডলের সাত গ্রহ জন্মাবে
নাম দিও বেনিয়াসহকলা”