কোথায় ছুঁটছি!
কেন ছুঁটছি!

শান্তি চাইছি?
পালাতে চাইছি?

কিছু কী চাওয়ার থাকতে পারে?
প্রশ্নগুলো সাধারণ,
উত্তর হলো পাহাড়।

পাহাড়ে সামনে দাঁড়িয়ে কেঁদেছো,
সমস্ত মৃত্যু শোক ঝরনা হয়ে যাচ্ছে
প্রতিদিন, প্রতিনিয়ত...