আমি রক্ত দিয়ে তোমার ছবি আঁকতে গেলে
তুমি বলেছিলে “নাটক করো না”
আসলে আবেগপ্রবণ প্রেমবন্যায় ভেসেছিলাম।
যেমন করে প্রতিদিন শহরে মাথারা ভেসে চলে
আবার দিনের শেষে বাড়ি ফিরে আসে।
আমি শহুরে নাটক শিখছি রোজ।
রক্তাক্ত রবীন্দ্রনাথের বিরোধীতা মনেই বন্দক রেখেছি।


পোস্টে রোজ দেখি আবেদন
জানি রক্তদান করা উচিত
ঐ বাঙালি তো, প্রেম দিতে পারি
রক্তদান নয়। বাব্বা লাগবে তো, দুর্বল হয়ে যাব...
(আজ রক্তদান দিবস ২০১৭)