জেগে ওঠা ভ্রমর জানে অব্যাকরণগত শব্দসুখ
সফটওয়ার যুগে নেটিজেন শুভেচ্ছার গম্ভীর মুখ,
অস্বচ্ছ দিনের ব্যতিক্রম জেগে ওঠে চোখে-মুখে
আমার সন্তান স্ত্রী সত্যই রয়েছে তো – অসুখে।
বাংলা হরফ নেই শুভেচ্ছা দিনে, মেকী হাসি
বাঙালি তো বেঁচে থাকে কেবলই যে প্রবাসী।
আমি পেরিয়ে এসেছি বন্ধনের রাখি সম্পর্ক আজ
ভেসে চলা জীবন জানে জাহাজের কী কাজ...
ফিরছি ঘরে, তার বিয়ে হয়েছে-সন্তান হাত ধরা
ক্যান্সারে তার স্বামী মৃত, বাচ্চাটি যে মনকাড়া...


মেয়েটি আজও দাদা বলে - আমি প্রেমিকা নস্টাল
রাখী দিন দিচ্ছে প্রেমচুমুর নতুন ঘরের সিগন্যাল।
ভাই বোন অনেক হল, ক্যাটবেরী দেব নারীসম
এসো ঘরসেল্ফি তুলি – বুঝলে নস্টাল প্রিয়তম!