আঁচল তো নেই ওড়না দিয়ে মুছিয়ে দাও ছবি
তিরোধান দিবসে একলা ধুলোময় বিশ্বকবি...
তোমার কন্ঠ সে শুনতে পাবে কি ইথারকালে
নেটিজেনরা থাকত যদি সেকালে। সেল্ফি সকালে...
আমাজনে ব্রান্ডিং হত...
লিখতে লিখতেই ওপাশের জানলা দিয়ে তোমায় দেখলাম
ভেজা চুলে ধূপকাঠি, জুঁই ফুল হাতে তুমি ও রবি ঠাকুর,
আজ কাপড়ে সুন্দর লাগছে। আমি দেখছি, ব্লাউজ ও পিঠ
তুমি রবি-কে খুঁজে পেলে আর আমি তোমায়...
রবি গন্ধময় হয়ে উঠল আমার কীবোর্ড, শরীর – সমস্তটুকু
এবার নিশ্চয়ই পারব লিখতে কাব্য..বয়ফ্রেন্ড রবি’র...
বিশ্বাস করো পাড়ার ফাংশনে তুমি আইলাইনার লিপস্টিকে এসো না।
আমার না স্টেজে উঠে পা কেঁপে যায়। দর্শকের চাপ নয়
কেবল তোমার গাঢ় লিপস্টিক...ঘন কাজল...
কবিগুরু থাকলে কৃষ্ণকলির সিরিজ লিখতই।
এ আবার কী আমাকে ইশারায় ছাদে যেতে বলছ কেন...
আমার এখন রবি পেয়েছে। তোমার ঠোঁট দেখব, রাতের অন্ধকারে।