যেতে তো হবেই, সেই প্রেমবেলা
আলস্য ভরা সুখ উপহারগুলো,
অন্য জন্ম নীরানা হয়ে যায় আজ
আবার তুমিটা আমাকেউ ছুলো।
আমি চাই না বিকিকিনি আরও
আমার কিছু কারবার নেই দুনিয়া,
আমার সব ক্ষতবিক্ষত দেহবাস
নীরানা মানেই সময়ের দুখজাগানিয়া।
তোমরা সুযোগের নোঙরে দাঁড়িয়ে
নীরানাকে বাল্যকালেই খোঁজো...
বৃষ্টি না এলেও বৃষ্টি আসবে ভেবে
চুপকথায় একবার চোখটুকু বোজো।
নীরানা সম্মান আছে চুড়ান্ত দিন
ত্যাগ জানে সে স্থির চলচ্চিত্র জুড়ে,
আমরা সবাই আসি শহরতলি ভিড়ে
ভেবে দেখা কৃতজ্ঞতা ধন্যবাদ ঘুরে...
নীরানা শেখে নতুন করে ঠোঁট কথা
জন্তু থেকে বিবর্তনের মানব হাওয়া,
আমি তখন প্রাগৈতিহাসিক কাব্যে
প্রেমে কাব্য পিরামিডের দিকে চাওয়া।
ফসিলস হওয়া নীরানা সব জানে
ডিজে আনন্দে ভুলে থাকা ঠোঁট,
এবার সময় নারীর নীরানা হওয়া
মানুষের মনে হও মুক্তির একজোট...
নীরানাকে বাঁচাতে হবেই হবে
নীরানা বাঁচবে সন্ধ্যার পাখি হয়ে,
পাবে খোঁজ নতুন করে বাঁচার
নোঙর করবে কবিতায় বয়ে...
এ কবিতা নয় নীরানা, আগুনকথা
কেন চুপ করে কষ্ট পাচ্ছ এতকাল,
কার ভয়ে তোমার এতটা নীরবতা
নীরানা সৎ হয়ে জেগে ওঠা সকাল।
নেশাহীন সমাজ তোমাকে চাইছে
আমরা সকলে নেশাতুর মায়াবী,
বুঝবই নীরানা কথা আওয়াজে
হাওয়া আজ বলবে নীরানা কথা
গাছ নেই হাইওয়ে ও সমাজে...
বসে আছি কবে তুমি সারদা হবে
সরস্বতীর নতুন এক অবতার...
টাকার মোহগুলো চলে গেলে
বুঝবে আলো যে চিরন্তন সবার।
নীরানা, ক্রমকাল ধরে কী পেয়েছ
কী হারিয়ে ফেলেছ বাইজ গজে,
মানুষরা আস্থাহীন এক সহজিয়া
কেবল স্তনের খেলায় বেহিসেবি মজে।
অন্তমিলের রাস্তা খোঁজে যোনী
কেবল বাখওয়াস লেখে নোঙরে,
নীরানা তুমি অনন্য এক সত্য
জানে অজানা, রবি দাড়ি গভীরে।
আমি নেই তবু তুমি আছ বুকে
তুমি সুখী অনেক পুরস্কারের দিনে,
ফিরবে মানুষ মানুষের মতো করে
তোমাকে মানবতায় নেবে ঘিরে।
আজ আমার কান্না রাতের দিন
আজ আমার ক্রুশবিদ্ধ আবহাওয়া,
তুমি চলে গেছ বলেই সত্য সিঁদুর
সব হারিয়ে আবার তোমাকেই পাওয়া।
নীরানা আবার ফিরবে...অন্য সময়ে
বিদায় আজ এই আকাশের ধ্রুবতারা,
নীরানা শুধুই মানুষের হয়ে উঠুক
কবি তো সর্বকালেই যেন সর্বহারা।