আজ তেমন কবিতা নেই। তবে কবিতার প্রাণশক্তি লুকিয়ে আছে হৃদয়ে। আসলে কবিতা তো পৃথিবীর কেন্দ্রে। টানছে। মাধ্যাকর্ষণ বলি আমরা। কিন্তু সেটাই তো আটকে রেখেছে। আটকে থাকাই তো কবিতা। এই যে সম্পর্কের বন্ধন, সেটাই তো বেঁচে থাকা। আর বেঁচে থাকতে গেলেই তো নতুন করে কবিতা লেখা। কবিতা প্রাণশক্তি নিয়ে বেঁচে আছে। আমরা তো পুতুলমাত্র। কবিতার নিজস্ব গতিপথ। কবিতার চূড়ান্ত সফলতা সব নিয়ে কবিতা।
সেই কবিতার পথ ধরে আলোচনা চলতে থাকে। আপনারাই বলুন পুরোনো নতুন কোনটা ভাল। কবিতার যুগ কী সত্যই পরিবর্তিত। নাকি সব কিছুর মধ্যেই ছন্দ রয়েছে। বাংলা ভাষা কি সত্যই এগিয়েছে না পিছিয়েছে। কবিতার এই লেখ্য চেতনা নিয়ে এগিয়ে চলাই জীবন। কবিতার অনন্ত পথে বেঁচে থাকাই জীবন।
কে কী ভাবল তা বলে কবিতা আটকে থাকতে পারে না। কবিতা তার নিজস্ব গতিপথে এগিয়ে চলছে, চলবে। কবিতার নিজস্ব মানদন্ড তার চেতনাসহ এগিয়ে যাবে। ভবিষ্যতে। নতুন করে বাঁচার তাগিদে।